বড়লেখা প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২০ ২০:০৩

বড়লেখায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: শাখাওয়াৎ হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় বড়লেখা উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্য থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা ৫ জন করে মোট ১০জনেকে পুরস্কার প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত