শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২০ ২১:৪৮

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ৩ বীর মুক্তিযোদ্ধার নামে ভবন নামকরণের সিদ্ধান্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ৩ টি ভবন বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে কলেজ গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম, সিলেট বিভাগের প্রথম দুই শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ মহফিল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজ উদ্দিনের নামে কলেজের তিনটি ভবন নামকরণ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হলো।

এ সভায় আলোচনা শেষে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহিরের আশু রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ১৯৭৩ সালে শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ স্থাপিত হয়। কলেজটি মানসম্মত শিক্ষাদানে এগিয়ে থাকলেও উন্নয়ন বঞ্চিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এ কলেজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে আসেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির।  এ বরাদ্দের পর্যায়ক্রমে একের পর এক তিনটি ভবন নির্মাণ হয়। কলেজে চালু হয় অনার্স কোর্সও।

আপনার মন্তব্য

আলোচিত