বড়লেখা প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৫ ১৯:২৭

বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান হতে দেওয়া হবে না: বড়লেখায় ডিআইজি

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম বলেছেন, এদেশে মৌলবাদী গোষ্ঠী আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশে কখনও জঙ্গীবাদের উত্থান হতে দেওয়া হবে না।   
তিনি সোমবার বড়লেখা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে হবে। কমিউনিটি পুলিশের মাধ্যমে কমিয়ে আনতে হবে পুলিশ-জনতার দূরত্ব। জনগণের নিকট পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতারের পর কোন তদবির চলবে না। অপরাধী হোক সে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা কিংবা পুলিশের কোন সদস্য। ডিআইজি মিজানুর রহমান পিপিএম বড়লেখায় সাম্প্রতিক সময়ের চুরি ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রন করতে থানা পুলিশকে এক মাসের প্রিভেনটিভ ওয়ার্কের নির্দেশ দেন। এজন্য পুলিশকে সহযোগিতা করতে তিনি বিশেষ করে মিডিয়া কর্মীদের প্রতি আহবান জানান।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ শাহ্ জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানা, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ।
এছাড়া সহকারি পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সহকারি পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার, এপিপি গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সুনাম উদ্দিন, নছিব আলী, জেলা যুবলীগের সহ সভাপতি কামরান চৌধুরী, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জায়েদ, কায়ছার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত