নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২০ ২১:০৯

সিসিকের অভিযানে কানিজ প্লাজা থেকে ৩ লাখ টাকা আদায়

বকেয়া হোল্ডিং টেক্স আদায়ে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সোমবার (২৩ নভেম্বর) ভ্রাম্যামান আদালতের মাধ্যমে এই অভিযানে নগরের জিন্দাবাজার এলাকার বিপনী বিতান কানিজ প্লাজা থেকে হোল্ডিং টেক্সের তিন লাখ টাকা আদায় করা হয়।

এছাড়া এ অভিযানকালে পরিবেশ ছাড়াপত্র গরুর খামার চালু করায় সোনারপাড়া এলাকার একটি খামারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীতে অবৈধ গাড়ি পার্কিং বন্ধেও অভিযান চালিয়েছে এই আদালত। অভিযানকালে বন্দরবাজার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে দুটি মামলা করা হয়েছে। মামলায় ধার্য্যকৃত জরিমানার ৫'শ টাকা নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, নগরীর সোনারপাড়া আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া গরুর খামার পরিচালনা করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কানিজ প্লাজা থেকে হোল্ডিং টেক্সের বকেয়া তিন লাখ টাকা আদায় করা হয়।

সিলেট মহানগর পুলিশ, সিসিকের কর কর্মকর্তা মো. রমিজ মিয়া, বাজার শাখা, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত