জগন্নাথপুর সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২০ ১৮:১০

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় তিনদিনের কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে তিনদিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও পাঁচজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দণ্ড প্রদান করেন।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌরশহরের হাসপাতাল ও কেশবপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় রুবেল মিয়া (২১) নামের এক বেসরকারি কোম্পানির প্রতিনিধি দণ্ডিত অর্থ ৫০০ টাকা তার নিকট থাকার পরও জরিমানার টাকা দিতে অস্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিনদিনের কারাদণ্ড প্রদান করেন।

এসময় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানে সচেতনতামূলক প্রচারণাও করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, ‘দণ্ডিত ব্যক্তিকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত