নবীগঞ্জ প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২০ ১৭:৫৭

নবীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক)।

পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান খাঁন, ডা. আফজাল হোসেন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, শিক্ষক সালেহ আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ছনি চৌধুরী।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, রাজন আহমেদ, বিশাল আচার্য। করোনাকালীন সময়ে সীমিত পরিসরে আয়োজিত মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করে। এতে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত বিভিন্ন ধরণের প্রজেক্ট প্রদর্শন করেন। অতিথিবৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন।

আপনার মন্তব্য

আলোচিত