বিশ্বনাথ প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২০ ২০:৩৩

বিশ্বনাথে মাদ্রাসা প্রহরী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিহত নৈশ প্রহরী আব্দুল মতিন খান

সিলেটের বিশ্বনাথের কাহিরঘাট দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী আব্দুল মতিন খান (মতিন মাস্টার) (৫৫) হত্যা মামলায় মফজ্জল আলী (৩২) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে তাকে। অর্থদণ্ডসহ ফাঁসির আদেশপ্রাপ্ত মফজ্জল উপজেলার কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। অন্যদিকে মামলার অপর তিন আসামিকে বেখছুর খালাসও দিয়েছেন আদালত।

সোমবার (৩০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হক চৌধুরী। তিনি এ প্রতিবেদককে বলেন, চার আসামির মধ্যে ১নং আসামি মফজ্জল আলীকে মৃত্যুদণ্ডসহ আরও ৫০হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আর মামলার অপর তিন আসামি দেওকলস ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাহিরঘাট বাজার পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক তারেক আহমদ দুলন (৩৫), কাহিরঘাট গ্রামের মৃত জাবিদ উল্লাহর ছেলে সুন্দর আলী (৭৫) ও সুরুজ আলীকে (৪৫) বেকসুর খালাস পেয়েছেন।

জানাগেছে, ২০১৪ সালের ১৯জুন মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় খুন হন কাহিরঘাট দাখিল মাদ্রাসার নৈশ-প্রহরী আব্দুল মতিন খানকে (৫৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার খলিসাঢুলি গ্রামের মৃত আব্দুল কাদির খানের ছেলে। ঘটনার দিন রাতে তার মেয়ে সেলিনা আক্তার বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন, (মামলার জিআর নং ১১২/২০১৪ ও দায়রা ৯৫৬/২০১৪ইং)। মামলায় কাহিরঘাটের মফজ্জল আলীকে (৩২) প্রধান আসামি এবং তারেক আহমদ দুলন (৩৫), সুন্দর আলী (৭৫) ও সুরুজ আলীকে (৪৫) আসামি করা হয়। অবশেষে দীর্ঘ প্রায় ৬বছর ৫মাস পর ২০২০সালের ৩০ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা দেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত