জুড়ী প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২০ ২০:৩৭

জুড়ীতে শিশু অপহরণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ীতে শিশু অপহরণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াইবাজারের জুড়ী-কুলাউড়া সড়কে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানবন্ধন হয়।

জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের শিশু পুত্র সোহান আহমদ (১১) ১ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় সোহানের বাবা জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সোহানের চাচাতো ভাই জাহিদ হাসান মুন্না (২৫) ফখরুল ইসলামকে ফোন করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি জুড়ী থানাকে জানান। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মুন্নার অবস্থান নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে বিষয়টি অবগত করে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ ২ নভেম্বর বিকেলে শ্রীমঙ্গল রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু সোহানসহ মুন্নাকে আটক করে। রাতেই তাদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ অপহরণকারী মুন্নাকে আটক করে ও শিশু সোহানকে উদ্ধার করে। পরে অপহরণকারীকে কারাগারে পাঠানো হয়েছে। যেহেতু অভিযুক্ত আসামিকে আটকের মাধ্যমে পুলিশ আইনগত ব্যবস্হা গ্রহণ করেছে। সেহেতু আজকের মানববন্ধন আয়োজনটি অহেতুক।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ‘পুলিশ আসামি ধরে জেল হাজতে পাঠিয়েছে। শিশুকে উদ্বার করেছে। তাহলে আজকের মানববন্ধনের আয়োজনটি আমাদের কাছে ভিলেজ পলিটিক্স মনে করছি।’

আপনার মন্তব্য

আলোচিত