নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২০ ২২:২২

ডিএম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউল জায়গীরদার আর নেই

সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) সাবেক প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদার আর নেই।

রোববার কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার দাফন কাজ কানাডায় সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মহিউল ইসলাম জায়গীরদার ১১ ডিসেম্বর ১৯৬৩ সালে ডিএম হাইস্কুলে যোগদান করেন। ২০০৪ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত তিনি প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালন করেন।

তার দায়িত্বভার গ্রহণের পর ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হওয়া জুনিয়র স্কুল উচ্চ বিদ্যালয়ে উন্নীত হওয়ার কারণে তাকে ডিএম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলা হয়। তার প্রচেষ্টায় ১৯৬৭ সালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং তার দায়িত্বকালে ডিএম হাইস্কুল এসএসসি পরীক্ষাকেন্দ্র হিসেবে উন্নীত হয়।

মহিউল ইসলাম জায়গীরদার বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি।

আপনার মন্তব্য

আলোচিত