সুনামগঞ্জ প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২১ ২৩:২৩

সুনামগঞ্জে বিএনসিসি’র সচেনতামূলক র‌্যালি

সুনামগঞ্জে বিএনসিসি’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণসচেনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনসিসি’র ময়নামতি রেজিমেন্টের ব্যবস্থপনায় শহরের সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ময়নামতির রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ-জি, কুমিল্লা ময়নামতির রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর শিব্বির আহমেদ বিপু, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ প্লাটুনের পিইউও ইফতেখার আলম, জুবিলী উচ্চ বিদ্যালয় প্লাটুনের টিইউও মো. আব্দুল মকদ্দুস, সার্জেন্ট মো. রুহুল আমিন, মো. মাসুদ, আল আমিন, আতাউর রহমান, কর্পোরাল আমিন ইকবাল, দেলোয়ার হোসেন, মোস্তাফিজ, ফারুক, ল্যান্স কর্পোরাল মো. কালাম, ফিরোজ, আজমল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সচেতন হবে। হাত ভালো করে পরিষ্কার রাখার পাশাপাশি মাক্স ব্যবহার করতে হবে। করোনাভাইরাস তার রূপ পরিবর্তন করেই যাচ্ছে সেজন্য আমাদের সচেতনাই পারে করোনা থেকে মুক্ত রাখতে।’

পরবর্তী সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণসচেনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য

আলোচিত