মাধবপুর প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২১ ১০:৫৬

মাধবপুরে তীব্র শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভিড়

পৌরসভা নির্বাচন

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। সকালে কুয়াশা ও শীত উপপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির সংখ্যা আরও বাড়তে থাকে। সকাল ১১টা পর্যন্ত পৌর এলাকার কোথাও কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।

মাধবপুর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ব্যালেট পেপারে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোর নিরপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

প্রসঙ্গত, এ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১০৭ জন আর নারী ভোটার ৭ হাজার ৮৮০ জন। নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২ জন। এছাড়াও কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত