রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

১৬ জানুয়ারি, ২০২১ ১৩:৪৭

ছোট ভাইয়ের কোলে চড়ে ভোট দিতে এলেন অসুস্থ বৃদ্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে উৎসব আমেজে সকাল থেকে ভোট হচ্ছে। ইভিএম পদ্ধতির ভোটে আশপাশের ভোটাররা সবাই ছুটছেন ভোট কেন্দ্রে। কিন্তু পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় অসুস্থ ছনর মিয়া (৬০) বাড়িতে বসে আছেন।

তবে তার মন পড়ে আছে ভোট কেন্দ্রে। নিজের ভোটটি দেওয়ার তর সইছিল না তার। শারীরিক প্রতিবন্ধকতায় একা কেন্দ্রে যাওয়া সম্ভব নয়।

তবুও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ছোট ভাই মাসুম আলীর কোলে চড়ে শহরের ইকড়ছই আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে এসেছেন তিনি।

পরে দ্বিতীয় তলায় একটি বুথে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গোপন কক্ষে নিয়ে গিয়ে একটি চেয়ারে বসিয়ে নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তার সহযোগিতায় তিনি ইভিএমে ভোট দেন।

ভোট প্রদানের পর কথা হয় তার সাথে। ছনর আলী বলেন, ‘একটা ভোট নষ্ট করে লাভ নাই। তাই কষ্টকরেও ভোটটা দিতে চলে আসলাম। ইভিএমে ভোট দিতে পেরে আমার ভাল লেগেছে।’

তিনি জানালেন, প্রায় ১৫ দিন পূর্বে কাজ করতে গিয়ে পায়ে প্রচন্ড আঘাত পান। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ব্যথা পাওয়াতে পায়ে এখন হাটতে পারে না।

 

 

আপনার মন্তব্য

আলোচিত