নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২১ ০১:৪০

জৈন্তাপুরে ফিলিং স্টেশনে ডাকাতি, হাতেনাতে আটক ৩

সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় তিন জনকেকে হাতেনাতে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন রাজবাড়ি জেলার রাজবাড়ি থানাধীন ভবানীপুর গ্রামের মিলন মৃধা (৪০), একই জেলার গোয়ালন্দ থানার খানকানাপুর গ্রামের ইন্তাজ শেখের ছেলে ইমন শেখ (২২) এবং একই জেলার গোয়ালন্দ থানার মজিদ শেখর পাড়া গ্রামের সাগর শেখের ছেলে ইমরান শেখ (৫০)। এসময় পুলিশ তাদের হেফাজত থেকে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ নগদ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায় বুধবার (২০ জানুয়ারি) রাত আড়াইটায় সময় জৈন্তাপুর থানাধীন হরিপুর সংলগ্ন হাইওয়ে ফিলিং স্টেশনে দেশীয় অস্ত্র নিয়ে ফিলিং স্টেশনে থাকা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনাটি স্থানীয় লোকজনের মাধ্যমে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ জানতে পেরে থানার একাদিক টিম দ্রুত ডাকাতদের আটকে পিছু নেয়। পাশাপাশি ডাকাত দল চিকনাগুল সংলগ্ন  শাহপরান ফিলিং স্টেশনে ডাকাতি করতে হানা দেয়। সেখানকার ফিলিং স্টেশনে থাকা কর্মীরাসহ স্থানীয়রা ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে আসে। একই সময় জৈন্তাপুর থানা পুলিশ হাজির হলে স্থানীয়দের সহযোগীতায় ডাকাতদের আটক করে।

পুলিশ জানায়, রাজবাড়ি-ফরিদপুর জেলার সংঘবদ্ধ ডাকাতদল পিকাপযোগে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে কয়েকদিন অবস্থান করে সুযোগ বুঝে রাস্তার পাশে থাকা ফিলিং স্টেশন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি করে আসছিল। সবশেষ জৈন্তাপুরে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের সাহসী ভূমিকা এবং জৈন্তাপুর থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে তিন ডাকাত হাতেনাতে আটক হয়। এই ঘটনায় হাইওয়ে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার জিয়াউর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত