সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০২১ ১৭:৫৮

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সিলেটে বিএনপির প্রস্তুতি সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত প্রস্তুতিমূলক প্রথম সভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শীঘ্রই কেন্দ্রীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নির্দেশনা এবং পরামর্শে সিলেট বিভাগের জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে উদযাপন কমিটি গঠন করা হবে।

সভার সভাপতি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিলেট বিভাগের আহবায়ক ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি পরিবার আজ ঐক্যবদ্ধ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধিনতা সংগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক উজ্জ্বল নাম। জিয়ার আদর্শের দল বিএনপি তাই ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপনে ।

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটির নির্দেশনা ও পরামর্শে সিলেটে বিভাগে সর্বাত্মক শ্রদ্ধার সাথে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন- বিএনপি’র সিলেট বিভাগের সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নি-এ্যাডভোকেট, মুক্তিযাদ্ধা দল কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, সুনামগজ্ঞ জেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম সাজু, জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি মো. আনসার উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল কাদের হালিমী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শোরমান আলী, জাতীয়তাবাদী কৃষক দল নেতা মাহবুবুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী মৎসজীবি দলের নেতা জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,  জাসাস সিলেটের সভাপতি জাসিম উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত