দিরাই প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২১ ১৮:৩৩

ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া জমি প্রভাবশালীদের দখলে

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিংহনাথ গ্রামের ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা সরকারি খাস জমি সরকারি বন্দোবস্ত নিয়েও দখল পাচ্ছে না। এই জমি প্রভাবশালীরা দখল করে নিয়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভূমি নিজের দখলে আনার দাবিতে সিংহনাথ গ্রাম সংলগ্ন মাঠে বন্দোবস্ত পাওয়া জায়গায় বুধবার দুপুরে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। তারা মানববন্ধনে নিজ ভূমি দখলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মুক্তিযোদ্ধা সন্তান নিবারণ তালুকদার, শাহাবুদ্দিন বলেন, আমরা ৩ টি মুক্তিযোদ্ধা পরিবার সহ গ্রামের ১০ পরিবার ১৯৯৪ সালে সরকারি বিধি অনুযায়ী সরকার কর্তৃক দান কৃত জমির সেলামী এককালীন প্রদান করে জমির বন্দোবস্ত লাভ করি। এরপর থেকে সরকারি বিধি অনুযায়ী প্রতিবছর জমির খাজনা এবং অন্যান্য পাওনা পরিশোধ করছি। সরকার আমাদের বন্দোবস্ত দিলেও আজ পর্যন্ত গ্রামের প্রভাবশালী শিক্ষক রাবেন তালুকদার  জুয়েল চক্রবর্তী, পবিত্র তালুকদার জোরপুর্বক আমাদের জমি দখল করে রেখেছেন। আমরা জমি ফেরত দিতে গ্রাম্য মাতব্বরদের সহযোগিতা নিয়েও কোনা ফল পাইনি। আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে।

আমরা জমি দখলের জন্য গ্রামের মাঠে মানববন্ধন করেছি। সরকার এবং এলাকার মানুষের সহযোগিতায় আমরা  বন্দোবস্ত জমি দখলে আনতে চাই, এর জন্য যা দরকার সবই আমরা করব।

এ ব্যাপারে জুয়েল চক্রবর্তী বলেন, আমাদের গ্রামের পার্শ্ববর্তী খাস জায়গাটি আমাদের বিভিন্ন কাজে লাগে, এ নিয়ে বন্দোবস্ত পাওয়া পরিবারের লোকজনদের সাথে আমরা একাধিকবার বৈঠকে বসেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।

আপনার মন্তব্য

আলোচিত