জগন্নাথপুর প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২১ ২২:৪৫

জগন্নাথপুরে স্বাস্হ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পুষ্টি, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যাগে বুধবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এই প্রশিক্ষণ হয়। এতে জেলে পরিবারের ২০ জন নারী সদস্য অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের ভারপ্রাপ্ত উপ পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক সমীর সরকার, মাঠ কো-অর্ডিনেটর জিয়াউল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান।

সভায় প্রশিক্ষনার্থীদের নগদ এক হাজার টাকা ও এক হাজার টাকার পুষ্টি সামগ্রী প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত