নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০২১ ০২:৫৬

সিলেটে দুটি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার

সিলেট নগরের পীরেরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এগুলো উদ্ধার করে।

ডেটোনেটরগুলো পাথর ও কয়লা খনিতে ব্যবহার বিস্ফোরণ কাজে ব্যবহার করা হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছ, মেজর শওকাতুল মোনায়েম, লেফট্যান্টে কমান্ডার সিঞ্চন আহমেদ এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এরপর উদ্ধারকৃত ইলেকট্রনিক ডেটোনেটরগুলো শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করে হস্তান্তর করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত