মৌলভীবাজার প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি , ২০২১ ২২:০১

জলমহালে অবৈধভাবে মাছ শিকার: মধ্যরাতে অভিযানে দুই ম্যাজিস্ট্রেট

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওরের শাল কাটুয়া মাঝের বান্দ জলমহালটি কাউকে ইজারা না দিলেও সেখান থেকে অবৈধ ভাবে মাছ শিকার করছিলেন কয়েকটি পক্ষ। এমন অভিযোগ  পেয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালান মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  রুহুল আমিন এবং অর্ণব মালাকার। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, রাজনগর থানা পুলিশের একটি দল।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মাছ ধরার জন্য নির্মিত বিভিন্ন স্থাপনা ও আলামত জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট  অর্ণব মালাকার জানান, ১৪২৭ বঙ্গাব্দে কাউকে ইজারা এখোনো দেওয়া হয়নি। তবুও অনেক পক্ষ এখানে মাছ ধরছে এমন খবরের প্রেক্ষিতে অভিযান চালানো হয় মধ্যরাতে। অভিযানে মাছ ধরার বিভিন্ন আলামত পাওয়া যায় এবং সেগুলো ধ্বংস করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত