ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর, ২০১৫ ২১:০৭

চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপিত

বাংলায় ‘দীপাবলি’ যার অর্থ প্রদীপের সারি বা আলোক উত্সব। যে প্রদীপের আলোয় দূর হয় সকল অশুভ শক্তি, ঘটে শুভ শক্তির আবির্ভাব।

তাই এ উপলক্ষে সকল মন্দিরগুলিসহ বাসা বাড়ী সাজানো হয় অলোকসজ্জায়। সন্ধ্যায় প্রদীপের আলোয় আলোকিত হয় চারিধার। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস মতে এ আলোকে সকল অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে। আর মনের অসুরত্ব দুর করে আলোকিত সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ের মাধ্যমে প্রতিবারের ন্যায় এবারো নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে উদযাপিত হল দীপাবলী উৎসব ১৪২২ বাংলা।

বুধবার সন্ধ্যায় জাকজমকপূর্ন ভাবে পালিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. এম শহিদুল ইসলাম শাহিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিবাকর ধর রাম, এড. বিমান দাস, এড. দেবতোষ দেব, এড. বিজয় কুমার দেব বুলু, চন্দন দাস, অরুপ শ্যাম বাপ্পী, এড. ওবায়দুর রহমান ফাহমি, যীশু কৃষ্ণ দেব, পিন্টু বৈদ্য, সঞ্জিত চক্রবর্তী, রুপক দেব প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত