মাধবপুর প্রতিনিধি

১১ মে, ২০২১ ২০:৪০

অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে এক লাখ টাকা জরিমানা

মাধবপুর

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে হাতেনাতে তোফাজ্জল হোসেন (২৫) ও মো. হাসানকে (২৮) আটক করা হয়। পরে দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা  অভিযানে জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত