নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ ১৯:৩৪

অনন্ত স্মৃতিস্তম্ভে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

বিজ্ঞান ও যুক্তিবাদী লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ড দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

আজ বুধবার (১২ মে) দুপুর ১২ টায় নগরের সুবিদবাজারে হত্যাকাণ্ডের স্থানে নির্মিত অনন্ত বিজয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাউছার, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান।

এসময় অনন্ত বিজয় হত্যার ৬ বছর হয়ে গেলেও এখনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। তারা বলেন, 'বর্তমান সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে তোষণের ফলে আমরা অনন্ত বিজয়সহ অনেক মুক্তমনা লেখককে হারিয়েছি। এত বছর পরও বিচার করতে না পারার দায় সরকারের। আমরা অবিলম্বে বিচারকার্য সম্পন্নের দাবি জানাই।'

তারা আরও বলেন, 'সাম্প্রদায়িক শক্তিরা মনে করেছিল অনন্ত বিজয়দের হত্যা করে তারা মুক্তমতকে দমন করবে, বিজ্ঞানমনস্কতাকে রুখে দিবে। কিন্তু অনন্ত বিজয় হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আরও হাজারো অনন্ত বিজয়ের তৈরি হয়েছে।'

অনন্ত বিজয়ের চেতনাকে বাস্তবায়ন করা সময়ের দাবি জানিয়ে তারা বলেন, 'একটি গণমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন সরকারকে করতে হবে। '

এসময় তারা অনন্ত বিজয়ের স্মৃতিস্তম্ভে ময়লা-আবর্জনা দেখে তা পরিষ্কার করেন এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষকে যথাযথভাবে স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত