নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০১৫ ১৩:০৪

শিশু সাঈদ হত্যার অভিযোগ গঠন মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন করা হবে। আজ সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আব্দুর রশীদ ১৭ নভেম্বর (মঙ্গলবার) চার্জ গঠনের তারিখ ধার্য করেন।

আজ সকালে আদালতে এই মামলার ৪ আসামীর উপস্থিতিতে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয় বলে জানান সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি আব্দুল মালেক।

আব্দুল মালেক জানান, গ্রেফতার থাকা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

গত ১০ নভেম্বর আদালতে আত্নসমর্পন করে পলাতক আসামী জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম।

চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।

গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরা হলেন সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম। অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।

আপনার মন্তব্য

আলোচিত