দিরাই প্রতিনিধি

১০ জুন, ২০২১ ২০:৫৬

দিরাইয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৭ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

বৈশ্বিক মহামারি করোনাকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দিরাইয়ের ৭টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে দিরাই পৌর শহরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

এসময় তিনি পৌর শহরের থানা রোডের গ্রামীণ রেস্টুরেন্টে ৩ হাজার, রূপসী বাংলা রেস্টুরেন্টে ১ হাজার, রাজ রেস্টুরেন্টে ৩ হাজার, রহমানিয়া রেস্টুরেন্টে ২ হাজার, জনতা রেস্টুরেন্টে ৫ হাজার, রনধির টি স্টলে ৫ শত ও ফুড গ্যালারীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এসময় দিরাই থানার এসআই রাজেশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী সজল পালসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সকল শ্রেণী পেশার মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত