গোবিন্দগঞ্জ প্রতিনিধি

১৩ জুন, ২০২১ ১৫:১৭

গোবিন্দগঞ্জে বাস মালিক সমিতির সড়ক অবরোধ

সুনামগঞ্জ বাস মালিক সমিতির ২ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় ছাতকের গোবিন্দগঞ্জে বাস আটকে রাস্তা অবরোধ করেছে বাস মালিক সমিতির লোকজন।

রোববার (১৩ জুন) ঘন্টাব্যাপী রাস্তা অবরুদ্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।আটকা পড়ে হাজার হাজার যাত্রী সহ রোগীবাহী এ্যাম্বুলেন্সও।

খবর পেয়ে ছাতক থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, রোববার বেলা আনুমানিক ১২ টার দিকে উপজেলার জাউয়া বাজার এলাকায় সিএনজিতে প্যাসেঞ্জার তুলতে বাধা দেয় বাস মালিক সমিতির লোকেরা। সিএনজি আটকে রেখে রাস্তায় যানজটের সৃষ্টি করে। এসময় যানজটে আটকে পড়া র‍্যাব-৯ এর সদস্যরা বাস মালিক সমিতির জাউয়া বাজার শাখার ম্যানেজার জুমেন ও জামালকে আটক করে নিয়ে যায়।

তারই সূত্র ধরে গোবিন্দগঞ্জ পয়েন্টে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছাতক থানার উপ পরিদর্শক (এসআই) মাহিন।

তিনি আরও জানান, বাস মালিক সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার শর্তে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত