নবীগঞ্জ প্রতিনিধি

১৩ জুন, ২০২১ ২১:৩১

মা-বাবাকে নির্যাতন, ছেলের এক বছরের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মা-বাবাকে নির্যাতন করায় যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ জুন) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা এলাকায় এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. শরীফ উদ্দিন (২২)। সে কাকুরা এলাকার সমীর উদ্দিনের ছেলে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেন।

জানা গেছে, শরীফ উদ্দিন প্রায়ই তার মা-বাবাকে নির্যাতন করতো। বিভিন্ন সময় শাসন করার জন্য স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান পদক্ষেপ নিলেও সে কর্ণপাত করেনি। রোববার বিকেলে তার মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন এবং ছেলের নির্যাতনের কথাগুলো বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে বিচারের আশ্বাস দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বাড়ি গেলে ফের শরীফ উদ্দিন মা-বাবাকে মারপিট শুরু করে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ওই বাড়িতে পুলিশ পাঠান। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. শরীফ উদ্দিনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন বলেন, ‘মা-বাবাকে নির্যাতন করায় তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের কাজ আইনের চোখে অপরাধ।’

আপনার মন্তব্য

আলোচিত