মৌলভীবাজার সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০১৫ ০০:২৯

মুজাহিদের রায়: প্রধান বিচারপতির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আদেশ দেওয়াকে কেন্দ্র করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) গ্রামের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধান বিচারপতির গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে।

আজ বুধবার (১৮ নভেম্বর) রিভিউ আবেদনের রায় দেওয়া হবে।

কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান বিচারপতির গ্রামের বাড়িতে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, যে কোনো ধরনের নাশকতার প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

একই সঙ্গে বুধবার অপর যুদ্ধাপরাধী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদের ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

আপনার মন্তব্য

আলোচিত