জগন্নাথপুর প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২১ ২৩:১৪

জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে টিকার নিবন্ধন করল শিক্ষার্থীরা

সুনামগঞ্জের জগন্নাথপুরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে জগন্নাথপুরের শহর থেকে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন করেছে শিক্ষার্থীরা।

স্বেচ্ছাসেবী এ সংগঠনের আয়োজনে গত ২৭ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে সোমবার (২ আগস্ট) তা শেষ হয়েছে।

জানা যায়, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করোনার টিকাদানে জনসাধারণকে উৎসাহিত করতে গত ২৭ জুলাই থেকে স্টুডেন্টস কেয়ার এর উদ্যোগে পৌরশহরে ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয়। লোকজনকে টিকাদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার করাসহ জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।

সংগঠনের সভাপতি জামাল হোসেন জানান, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের নিজেদের মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে টিকার নিবন্ধন করে দেন। জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে এ কার্যক্রম চালানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত