তাহিরপুর প্রতিনিধি

০৫ আগস্ট, ২০২১ ১৮:০২

তাহিরপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা ভূমি অফিসে সম্মুখে নির্মিত অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

এ সময় উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার, কৃষি অফিসার মো. হাসান উদ দৌলা, প্রকৌশলী মো. ইকবাল কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা সুব্রত দাশ, আওয়ামী লীগ নেতা আনুপ রায় প্রমুখ।

পরে তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভারচুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পারলৌকিক আত্মার চির শান্তি প্রার্থনা করা হয়।

ভারচুয়াল সভার উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা সহকারী কমিশন (ভূমি) আলাউদ্দিন, কৃষি অফিসার মো. হাসান উদ দৌলা, প্রকৌশলী মো. ইকবাল কবির, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা সুব্রত দাশ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত