কমলগঞ্জ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৯

আধিপত্য বিস্তার নিয়ে দুই আওয়ামী লীগ নেতার সংঘর্ষ, আহত-২

১ ঘণ্টা সড়ক অবরোধ

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। প্রতিবাদে মুন্সিবাজার- মৌলভীবাজার সড়ক ১ ঘণ্টা অবরোধ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের সোলেমান গ্রুপ ও হারুনুর রশীদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময়ে আহত হন বড়চেগ গ্রামের আব্দুল মতিনের ছেলে রেদওয়ান খান ও ছয়কুট গ্রামের আছকির মিয়ার ছেলে ফজর আলী। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা পর সোলেমান গ্রুপের সদস্যরা শনিবার রাতে বড়চেগ ও ছয়কুট এলাকায় মৌলভীবাজার-মুন্সীবাজার রাস্তা অবরুদ্ধ করে রাখে। প্রায় ঘণ্টা খানিক পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। এ ঘটনায় আহত রেদওয়ান খানের মা ছকিরা খানম বাদী হয়ে ছয়জনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের দুই পক্ষের মাঝে উত্তেজনা চলছিল গেল কয়েকমাস ধরে। দুইটি পক্ষেই আওয়ামী লীগের দুইজন প্রভাবশালী নেতা রয়েছেন।

আহত রেদওয়ান খান জানান, গত শনিবার মুন্সিবাজারে আমাদেরকে কুপিয়ে আহত করেছে। এর আগে গত বুধবারও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সামনে হারুনুর রশিদ দা দিয়ে আমার ভাইসহ তিনজনকে গুরুতর আহত করেছে।

এ বিষয়ে মামলার আসামি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা জুনেল আহমেদ তরফদার জানান, এঘটনার সাথে তার কোন সম্পর্ক নেই। ঘটনার সময় তিনি ছয়চিরী এলাকায় তার মৎস্য খামারে ছিলেন। তাদের দুপক্ষের বালু উত্তোলনের বিরোধ দীর্ঘদিনের। এটি তাদের পারিবারিক বিরোধ। এজন্য সড়ক অবরোধ করা হলো কার ইন্ধনে। তবে এ ব্যাপারে সোলেমান মিয়া ও হারুনুর রশিদের বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত