নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৯

শ্রীমঙ্গলে আওয়ামী লীগে দুই বিদ্রোহী

উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন৷

সোমবার (১৩ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন ৪ প্রার্থী৷

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রব। এছাড়াও এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দুজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷

বিদ্রোহী প্রার্থীরা হলেন- সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রেমসাগর হাজরা এবং উপজেলা কৃষক লীগের সভাপতি ও শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক৷

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা, প্রথমেই মনোনয়নপত্র জমা দেন প্রেমসাগর হাজরা৷ প্রেমসাগরের অনুসারীরা মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন তারপর আসেন অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আফজল হক৷ আওয়ামীলীগ  প্রার্থী মনোনয়ন জমা দেয়ার সময় আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন৷ জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রব তার দলের নেতাকর্মীসহ সবার শেষে মনোনয়নপত্র দাখিল করেন৷

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপনজ্যোতি অসীম জানান,যে চারজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন তারা সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন এখন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে৷

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৪ সেপ্টেম্বর,আপিল করা যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত,আপিল নিষ্পত্তি হবে ১৮ সেপ্টেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ হবে ২০ সেপ্টেম্বর৷

এদিকে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লক্ষ ৩৩ হাজার ৯১৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ১৯৫ আর নারী ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৭২১৷

আপনার মন্তব্য

আলোচিত