হবিগঞ্জ প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৮

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় স্কুলছাত্রীর মাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলেও মুছলেখা নেয়া হয়।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন।

তিনি জানান, সোমবার উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুল হকের মেয়ে মুড়াকরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী জুতিয়া খাতুনের বিয়ে আয়োজন করে পরিবারের লোকজন। গোপন সূত্রে খবর পেয়ে খবর পেয়ে বিয়ে বাড়িতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন। এ সময় তিনি বয়স নির্ধারণে বিভিন্ন কাগজপত্র যাচাই-বাচাই করে দেখেন মেয়ের বয়স ১৬ বছর। এ সময় বিয়ের আয়োজন বন্ধ করতে নির্দেশ দেন।

বিয়ে বাড়িতে স্কুলছাত্রীর বাবাকে না পাওয়ায় তার মা’কে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ি ৪ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলেও মুছলেখা নেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত