ধর্মপাশা প্রতিনিধি:

২০ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৯

ধর্মপাশায় প্রার্থী বাছাইয়ে লটারি

সুনামগঞ্জের ধর্মপাশায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইনার পদে লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণমিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একেএম সামছুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী অনিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিউটিফিকেশনে ও ফ্যাশন ডিজাইন দুটি প্রশিক্ষণ ট্রেডে লোক নেওয়া হবে ৫০ জন। এরমধ্যে বিউটিফিকেশনে ৫৯ জন ও ফ্যাশন ডিজাইনে ১৫১ জনসহ মোট আবেদন করেন ২১০ জন। এ অবস্থায় প্রার্থী বাছাইয়ে বিপাকে পড়েন সংশ্লিষ্টরা। এরপর তারা লটারি পদ্ধতি বেছে নেন। লটারির মাধ্যমে বিউটিফিকেশনে ২০ জন ও ফ্যাশন ডিজাইনে ২০ জন করে মোট ৪০ জন প্রার্থী বাছাই করা হয়। এরমধ্যে বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ৫জন করে ১০ জনের নাম সংরক্ষিত রাখা হয়।

আপনার মন্তব্য

আলোচিত