মাধবপুর প্রতিনিধি:

২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১৮

মাধবপুরে অবৈধ তিনটি ড্রেজার ও পাইপ ধ্বংস

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় দুই কিলোমিটার পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এগুলো ঘটনাস্থলে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান হয়েছে।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।

মাধবপুর থানার একদল পুলিশ অভিযানে সহায়তা করে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ‘বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত