জগন্নাথপুর প্রতিনিধি:

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:৩৫

‘স্মৃতিময় দিনগুলো’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাঙালি জাতি তার কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠে বাংলাদেশ আবারও উন্নয়নের অগ্রযাত্রায় পথে হাঁটছে। দেশের এই অগ্রযাত্রায় সকলকে সহযোগিতা করতে হবে।’

মন্ত্রী শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিময় দিনগুলো’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

‘স্মৃতিময় দিনগুলো’ গ্রন্থের লেখক আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমেদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সিলেট ভাটেরিয়ানের আহ্বায়ক লুৎফুর রহমান।

বইয়ের মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাসিক আল ইসলাহ সম্পাদক কবি সেলিম আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ‘স্মৃতিময় দিনগুলো’ বইয়ের সফলতা কামনা করে আরও বলেন, ‘আত্মজীবনীমূলক বইগুলোতে ইতিহাস-ঐতিহ্যের উপদানের পাশাপাশি উৎসাহমূলক অনেক উপাদান থাকে। যাতে মানুষ উপকৃত হয়। সহজ সরল সাবলীল ভাষায় রচিত স্মৃতিময় দিনগুলো বইটি পড়ে আমার ভালো লেগেছে।’

সভাপতির বক্তব্যে গ্রন্থের লেখক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেন, ‘আমার কর্মময় ও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে বইটি লেখা। প্রকাশনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রীসহ বিশিষ্টজনেরা উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি বইটি পাঠক মহলে সমাদৃত হবে।’

আপনার মন্তব্য

আলোচিত