দিরাই প্রতিনিধি:

৩০ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩১

দিরাইয়ে ফায়ার সার্ভিসের মহড়া

সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিনির্বাপণ কৌশল, সড়ক দুর্ঘটনাসহ প্রাকৃতিক নানা প্রতিকূলতায় জানমাল রক্ষায় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সাধারণ মানুষকে সুরক্ষা কৌশল শেখানোর পাশাপাশি সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দিরাই ফায়ার সার্ভিস উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ কৌশল শেখানো, সড়ক দূর্ঘটনা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ মোকাবেলায় উদ্ধার অভিযান কৌশলগুলো তুলে ধরেন।

মহড়া অনুষ্ঠানে দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ ইমরুল হকসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে কৌশল প্রত্যক্ষ করেন।

আপনার মন্তব্য

আলোচিত