নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২১ ১৩:২৪

সিলেটের মন্দিরে হামলা ঠেকাতে রাত জেগে ছাত্রলীগের পাহারা

সম্ভাব্য হামলা ঠেকাতে রোববার দিবাগত রাতে সিলেটের মন্দিরগুলো পাহারা দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের কর্মীরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের এ উদ্যোগের প্রশংসা করছেন সিলেটের সচেতন মানুষ।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্যে সিলেটসহ বেশ কয়েকটি জেলায় মন্দির ও বাড়িঘরে হামলা হয়। গত রাতেও রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। একই সময় অন্যান্য এলাকায় হামলার আশঙ্কা সৃষ্টি হয়।

এ অবস্থায় সিলেট জেলা ছাত্রলীগের কর্মীরা হামলার আশঙ্কা রয়েছে এমন কয়েকটি মন্দির পাহারা দিয়েছেন। এর মধ্যে মেজরটিলার নুরপুর এলাকার শ্যামসুন্দর মন্দির, টিলাগড়ের গোপালটিলা মন্দির, আম্বরখানা মনিপুরী পাড়া ও বালুচরের দুর্গাবাড়ি মন্দির অন্যতম।

সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজার সময় ধারাবাহিকভাবে হামলা হওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ ধরনের ঘটনা প্রতিহত করার নির্দেশনা দিয়েছিলেন। গত রাতে রংপুরের ঘটনার পর জানতে পারি মেজরটিলার শ্যামসুন্দর মন্দিরে হামলার আশঙ্কা আছে। তখনই সিদ্ধান্ত নিয়ে দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ সব মন্দিরগুলোয় পাহারা দেওয়ার নির্দেশনা দিই।’

এদিকে  সোমবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে শহরে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তুলতে এবং মুক্তিযুদ্ধের মূল ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তির পতাকা মিছিল হবে বলেও জানান তিনি।

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং আমরা চাই এই সম্প্রীতি বজায় থাকুক। শুধু ছাত্রলীগ নয়, অসাম্প্রদায়িক মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এ সব সাম্প্রদায়িক হামলা প্রতিহত করা।’

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন,‘সাম্প্রদায়িক অপশক্তি রুখতে হলে প্রয়োজন অসাম্প্রদায়িক শক্তির ঐক্য। ছাত্রলীগের এই উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এই সময়ে তা আরও বড় পরিসরে প্রয়োজন। আওয়ামী লীগের সব অঙ্গসংগঠন ও অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল-ব্যক্তির ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন ‘ছাত্রলীগের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু, তা যেন লোক দেখানো না হয় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা যেন অব্যাহত থাকে।’

আপনার মন্তব্য

আলোচিত