নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১ ১১:৫৪

গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনছেন সুনামগঞ্জের যাত্রীরা

পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে বাস চলাচল বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, সেতুর টোল প্রত্যাহার, পরিবহন শ্রমিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সুনামগঞ্জে কর্মবিরতি পালন করছেন বাস চালক ও হেলপাররা।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে শহরের মল্লিকপুর বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ বিকল্প বাহনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

শ্রমিক নেতারা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখার ডাকে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করছে।

এদিকে সাধারণ যাত্রীরা বলছেন, দুর্ভোগ ও ভোগান্তি বাড়িয়ে দাবি আদায় কোনও ভালো কাজ হতে পারে না।

কর্মবিরতির ফলে সুনামগঞ্জের ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল করিম বলেন, দাবি মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে পরিবহন শ্রমিকরা সব রুটে বাস পরিচালনা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত