নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১ ২১:১৫

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে যেসব কাজে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি হয়েছে হয়েছে।

এতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে।

এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দ্রের নাম সমূহঃ-

১.    সিলেট সরকারি কলেজ, সিলেট    
২.    এমসি কলেজ, সিলেট
৩.    সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট     
৪.    মদন মোহন সরকারি কলেজ, সিলেট
৫.    মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট    
৬.    দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট
৭.    আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট    
৮.    সিলেট ক্যাডেট কলেজ, সিলেট
৯.    সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট    
১০.    শাহপরাণ সরকারি কলেজ, সিলেট
১১.    শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট    
১২.    সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট
১৩.    জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
১৪.    ইছরাব আলী স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট
১৫.    লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট    
১৬.     জালালপুর ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট
১৭.    সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট    
১৮.    জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট
১৯.    টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট    
২০.    মোহাম্মদ মখন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট

আপনার মন্তব্য

আলোচিত