জগন্নাথপুর প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২ ০১:৪২

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর লঞ্চঘাটে জুয়া খেলার আসরে পুলিশের ধাওয়া খেয়ে তাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আজ বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, রানীগঞ্জ ইউনিয়নের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে  জুয়া খেলায় ছিল।খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রানীগঞ্জ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  সফিকুল ইসলাম সফিক জুয়ার আসরে ধাওয়া দিলে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে তিনজন সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) উঠতে পারেননি। সাঁতার দিয়ে পাড়েলউঠতে পারা গন্ধবপুর গ্রামের আছাব আলী (৫৫) কে স্হানীয় লোকজন আহতাবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ ব্যক্তি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে  জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পরে কথা হবে।

তবে থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল হাসান বলেন, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়েছে এবং তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেনি বলে খবর পেয়ে আমরা ঘটনাস্হলে উদ্ধার অভিযানে রয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত