জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ

১৩ মে, ২০২২ ২২:১২

গোলাপগঞ্জ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী মঞ্জুর শাফি এলিম

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মঞ্জুর শাফিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়।

এলিম সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বারাঙ্গা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

গত ২৯ জানুয়ারি মারা যান সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এই শূন্য পদে আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ মে।

গত ৮ মে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এলিমসহ ১০ জন নেতা আওয়ামী লীগের মনোনয়ন চান। তারা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক কার্যকরী সদস্য আব্দুল ওহাব জোয়ারদার মছুফ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। 

আপনার মন্তব্য

আলোচিত