ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৯ মে, ২০২২ ২০:১৭

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপরে

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে বিভিন্ন এলাকা। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  
 
পানি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে দু-একদিনের মধ্যে ফেঞ্চুগঞ্জেও বন্যা হতে পারে। কুশিয়ারা নদীর বিভিন্ন এলাকায় বন্যার পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বসতঘরে ঢুকে পড়েছে বন্যার পানি।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম বারী বলেন, উজানে ভারতের পাহাড়ি এলাকায় ও সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে ফেঞ্চুগঞ্জেও বন্যা দেখা দিতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত