তাহিরপুর প্রতিনিধি:

২৫ মে, ২০২২ ২১:৫৫

তাহিরপুরে কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয় পদ্ধতির ধান কর্তন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা জমির ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুকশেদপুর এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা সভাপতি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ। এসময় স্থানীয় গন্যমান ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দোলা জানান, এই উপজেলার ৫০ একর সমলয় পদ্ধতি ধান চাষ করা হয়েছে। ফলন খুবই ভাল হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত