জৈন্তাপুর প্রতিনিধি:

২২ জুন, ২০২২ ২২:৪৫

নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠল লাশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর কামরাঙ্গী স্কুল ঘাট এলাকায় নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠল নিখোঁজ বিলালের লাশ৷ তবে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিবস্ত্র লাশ দেখে।

বুধবার (২২ জুন) সকাল ১১ টায় স্থানীয় নৌকা শ্রমিকরা সারী নদীর কামরাঙ্গী স্কুল ঘাট এলাকায় একটি লাশ বস্ত্রহীন ভেসে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়।

এদিকে নদীর পানিতে লাশ ভেসে উঠার খবর পেয়ে নিখোঁজ চারিকাট ইউপির দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪ সন্তানের জনক বিলাল আহমদের (৪০) পরিবারসহ এলাকাবাসী নদীর পাড়ে ছুটে গিয়ে বিলালের লাশ শনাক্ত করেন৷

বিষয়টি চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিমকে জানালে তিনি পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করেন।
এরপর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷

এলাকাবাসী জানান, ১৯ জুন রবিবার রাত থেকে দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪ সন্তানের জনক বিলাল আহমদ (৪০) নিখোঁজ হয়৷

তবে বিবস্ত্র অবস্থায় লাশ ভেসে উঠায় স্থানীয় বাসিন্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, বিলাল সীমান্ত চোরাচালান চক্রের নিয়মিত একজন শ্রমিক ছিলেন৷ নিখোঁজের পর থেকেই স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর রহস্য।

আপনার মন্তব্য

আলোচিত