জগন্নাথপুর প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২ ২২:৩০

স্বপ্নসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

রোববার (১৪ আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান করা হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোর্ত্তীন পণ্য পাওয়ায় স্বপ্ন শপিং মলকে ৭ হাজার, গুরুদেব স্টোরে ১০ হাজার ও বেশি দামে কাঁচামাল বিক্রি করায় ভাই ভাই সবজি ভান্ডারে ৩ হাজার টাকা অর্থদণ্ড  করা হয়। এছাড়া, জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় নাঈম ট্রেডার্সকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় সুনামগঞ্জ র্যাব-৯ এর সদস্যারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত