গোলাপগঞ্জ প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০২৩ ১৪:০১

গোলাপগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মুক্ত হলেন শিক্ষক

রাজধানীর বনানী থানার একটি মামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআর‌সি)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।

এ খবর শুনে কলেজের শিক্ষার্থীরা আজ (বৃহস্পতিবার ) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সিলেট- জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

এক পর্যায়ে বিটিআর‌সির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের নামের ওই শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হয়।

আটককৃত শিক্ষক দেবব্রত চৌধুরীর দাবি, এই মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে বা এ ব্যাপারে কোন ভুল তথ্য দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে সঠিক অপরাধীদের খুঁজে বের করার করার আহবান জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআর‌সি) কর্তৃপক্ষ শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসেছিলেন বনানী থানার বিটিআরসির জালিয়াতির একটি মামলায়। পরবর্তীতে উনারা বিটিআর‌সির কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওই শিক্ষককে ছেড়ে দেন।

আপনার মন্তব্য

আলোচিত