জৈন্তাপুর প্রতিনিধি:

০৭ ফেব্রুয়ারি , ২০২৩ ২০:৪৩

জৈন্তাপুরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অনুপ্রবেশের অভিযোগে সিলেটের জৈন্তাপুরে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভারতীয় নাগরিক হলেন জোনা কংলা (৩৬)। তিনি আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের জৈন্তাহিল জেলার মুক্তাপুর হাওয়াই বস্তি গ্রামের জনিস কংলার ছেলে।

ভারতীয় নাগরিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জোনা কংলা বাংলাদেশে এসেছেন। এ দেশে প্রবেশের কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।’

দীর্ঘদিন ধরে ভারতীয় অনেক নাগরিক অবৈধভাবে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন বলে জানান ওসি ওমর ফারুক। তিনি বলেন, ‘পুলিশ অনুপ্রবেশ বন্ধ করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর বাজার এলাকা থেকে জোনা কংলাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনি কয়েকবার বাংলাদেশে অনুপ্রবেশ করেন।’

আপনার মন্তব্য

আলোচিত