চুনারুঘাট প্রতিনিধি:

০৭ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:৩৩

চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হক বলেছেন, ‘উপজেলার ৫ লাখ মানুষের কাছে পৌঁছানো হবে পুলিশি পরিসেবা। সীমান্ত চোরাচালান, মাদক বন্ধে পুলিশ তৎপর থাকবে। থানায় সেবা নিতে আসা, মানুষের সেবা নিশ্চিতে পুলিশ যথাসাধ্য চেষ্টা করবে। সেই সাথে কিশোর গ্যাং থেকে শুরু করে, মোবাইল, ক্যারামসহ জুয়া, চুরি ডাকাতি রোধ করাসহ সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান বন্ধে বদ্ধপরিকর থাকবে পুলিশ।’

‘মৃত্যুর আগ পর্যন্ত, অন্যায়কে আপোষ না করে সুন্দর একটি চুনারুঘাট থানা উপহার দেওয়ার চেষ্টা করবো। এ জন্য আমি চুনারুঘাটের কর্মরত সকল সাংবাদিকদের সর্বাধিক সহযোগিতা কামনা করছি।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় চুনারুঘাটে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন ওসি রাশেদুল হক।

এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি কামরুল ইসলাম, সভাপতি মো. জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এসএম সুলতান খান, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান তাহের, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা মতবিনিময় সভা পরিচালনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত