মাধবপুর প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৩ ১৭:৩০

মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুরে এসএম ফয়সল মেধাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসএম ফয়সল মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২২ সালে মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমান স্তরের ১৯০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়।

মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও সম্মাননা স্মারক তুলে দেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শিল্পপতি ইঞ্জিনিয়ার এস এম হুমায়ূন, সৈয়দ মো. সেলিম, ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহম্মেদ, সৈয়দ শাফকাত আহম্মেদ, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

অন্যদের মাঝে বক্তব্য দেন মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আসগর আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক মাঈন উদ্দিন, মৌলানা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, শিক্ষার্থী মিসকাতুল রাসকিন, তাহমিনা আক্তার তামান্না প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত