কমলগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ, ২০২৩ ০১:৩৩

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পিইডিপি-৪ এর আওতায় উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও বিশেষ এলাকা উন্নয়ন তহবিলের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে শিক্ষাবৃত্তি ও ৫০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ।

এ সময় বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত