জুড়ী প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৩ ০২:৫২

‘ফ্লোরা অব জুড়ী’র প্রকাশনা অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে বিজ্ঞান ভিত্তিক গবেষণা ‘ফ্লোরা অব জুড়ী’র প্রকাশনা অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কলেজের হলরুমে কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক হিরণ্ময় দেবের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন ফ্লোরা অব জুড়ীর সদস্য আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের ফারহানা শামসি চৌধুরী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক স্বপন কুমার দাস, কলেজের সাবেক ছাত্র হাসানুজ্জামান শোয়েব, নাসরিন আক্তার নিসা, ফাতেমা আক্তার জুই, সাহিদা রহমান আখি, মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমদ।

ফ্লোরা অব জুড়ীর মাধ্যমে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে মাঠপর্যায়ে প্রায় ২৫টি ফিল্ড ট্রিপের মাধ্যমে উদ্ভিদ সংগ্রহ করে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। যা পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃত জার্নাল ‘জার্নাল অব প্লান্ট ট্যাক্সোনমিস্টস’-এ প্রকাশিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত